রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

হাওরের মানুষের অর্থনৈতিক উন্নতির কাছে বন্যার ক্ষতি কিছু না: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৪১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন— আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, ৩৫ বছরে হাওর এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা যে উন্নতি হয়েছে। সক্ষমতা বেড়েছে, তা এ বন্যার ক্ষয়ক্ষতি একশো ভাগের একভাগও হবে না।

সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত ‘সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা: কারণ, পুনর্বাসন ও স্থায়ী সমাধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে। মানুষের সক্ষমতা বেড়েছে। মাথাপিছু আয় গড়ে বেড়েছে, যদিও সবার সমান নয়। শিক্ষার হার বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। গত ৩৫ বছরে কোনো গ্রামে সড়কের কাজ বাকি নেই। এমন কোনো সড়ক নেই, যেখানে আমি হাত দিইনি। বন্যায় গ্রামের ছোট ছোট সড়কগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। স্কুল-কলেজ আমরা অবস্থা উন্নতি করে ফেলতে পারবো। কিন্তু সড়ক যে পরিমাণ নষ্ট হয়েছে, আমরা এটা নিয়েই শঙ্কিত।

মন্ত্রী আরও বলেন, যে পরিমাণ স্থাপনা নষ্ট হয়েছে, সে তুলনায় কিন্তু প্রাণহানি কম হয়েছে। এখানে অর্থনৈতিক ক্ষতিটাই মুখ্য।

বন্যায় মানুষের সহায়তা নিয়ে তিনি বলেন, এক সময় কেউ কারো পাশে দাঁড়াবে সেই পরিস্থিতি থাকতো না। কিন্তু এখন এটা খুবই ভালো দিক, সরকার যাওয়ার আগে মানুষ পৌঁছে গেছে। সরকার অতিসত্ত্বর সুনামগঞ্জ ও সিলেটের মানুষের পুনর্বাসন করবে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। গোলটেবিল আয়োজন কমিটির আহ্বায়ক এহসানুল হক জসীম ধারণাপত্র উপস্থাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ