দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আতাবুর রহমান আতা (৫০) নামের এক কাঁঠাল ব্যবসায়ী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
আজ রোববার (২৬ জুন) বেলা আড়াইটার দিকে জগন্নাথপুর বাজারের ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাঠাগার মসজিদ মার্কেটের নির্মানাধীন দ্বিতীয়তলায় ট্রিপলের রশি টানানোর কাজ করছিলেন তখন অসাবধান বশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান ওই ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর নোওয়াহাটি এলাকার বাসিন্দা।তিনি দীর্ঘদিন জগন্নাথপুর বাজারে কাঁঠাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ব্যবসায়ীরা জানান, জগন্নাথপুর বাজারের কাঁঠালবাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারনে ত্রিপল টানাতে গিয়ে আতাবুর রহমান আতা ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, পৌর শহরের ওপর দিয়ে বিদুতের ১১ হাজার কেভি সংযোগ লাইন গেছে। অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আমরা খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।