স্পোর্টস ডেস্কঃ ২০২০ সালের অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সদ্যসমাপ্ত শ্রীলংকা সিরিজের আগপর্যন্ত দেড় বছরে স্রেফ তিনটি টেস্ট খেলেছেন সাকিব। অথচ এ সময়ে বাংলাদেশ খেলেছে ৯টি টেস্ট।
টেস্ট ফরম্যাটের প্রতি আগ্রহ হারানো সেই সাকিবকেই টেস্ট দলের অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেবেন সাকিব। তার সহঅধিনায়ক করা হয়েছে তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাসকে।
চোটাক্রান্ত হওয়ার ভয়েই হয়তো বেছে বেছে ম্যাচ খেলেন সাকিব। বিশেষ করে বিদেশের মাঠে টেস্ট ম্যাচ খেলা থেকে নিজেকে বিরত রাখেন সাকিব। অথচ সেই সাকিবকেই টেস্ট দলের অধিনায়ক করেছে বিসিবি।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে অনেক নাটকীয়তার পর সফর করলেও টেস্ট সিরিজ না খেলেই দেশে ফেরেন সাকিব।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া শ্রীলংকা সিরিজেও সাকিবের টেস্ট সিরিজে ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তায় ছিল বিসিবি। যে কারণে নাজমুল হাসান পাপন প্রকাশ্যেই বলেছিলেন, আমরা আসলে নিজেরাই জানি না সাকিব কোনটা খেলবে কোনটা খেলবে না।
বেছে বেছে ম্যাচ খেলা সেই সাকিবকেই ক্রিকেটের আদি ফরম্যাট টেস্টে ফের অধিনায়কের দায়িত্ব দিল দেশের ক্রিকেট বোর্ড।
সাকিব আগেও টেস্ট দলের অধিনায়ক ছিলেন। আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।