বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

‘অশনি’র প্রভাবে যা হতে পারে সিলেটে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ এখনো বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। এরই মধ্যে এর অগ্রবর্তী অংশের মেঘে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার (৯ মে) বিকাল  থেকেই সিলেটের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ মে) সিলেট অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তথ্যটি সিলেটভিউ-কে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী।

 

 

জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার দুপুর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে- প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সিলেটের বিভিন্ন এলাকায় সোমবার বিকাল ৩টা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এটি আগামীকাল রূপ নিতে পারে ভারি বৃষ্টিতে।

 

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী সোমবার বিকেল ৬টায় সিলেটভিউ-কে বলেন, ‘অশনি’র প্রভাবে আগামীকাল সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারি (২৩ থেকে ৪৩ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।


দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ