রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

স্ত্রীর জন্য ‘তাজমহল’ বানাচ্ছেন কাঁচাবাদাম গায়ক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৬৪ বার

বিনোদন ডেস্কঃ ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গান গেয়েই জগৎ জোড়া খ্যাতি ভুবন বাদ্যকরের। বাংলার গণ্ডি পেরিয়ে ‘কাঁচা বাদাম’ গান এখন ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর।

গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে আফসোসের সুরে বাদাম কাকু বলেছিলেন, এখনও মাটির কাঁচা বাড়িতেই থাকেন তিনি। স্ত্রী আদুরিকে নিয়ে কষ্টেই দিনযাপন করছেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই পাল্টে গেলো সবকিছু।

এখন রীতিমতো ‘রাজমহল’ এ থাকছেন। সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ছবি। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি ছিল। সেখানে মাথা গুঁজে থাকতেন কোনো মতে। কিন্তু সে বাড়ি ঝড়ে এখন বেহাল দশা। পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস।

মুক্তাঝরা হাসি নিয়ে ভুবন বাদ্যকর জানান, সবটাই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়, এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি। এত মানুষের ভালোবাসা আর আশীর্বাদে সব সম্ভব হয়েছে। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতর সুন্দর করে সাজানোর জন্য।

পুরোনো বাড়ির চাল ঝড়ে উড়ে গেছে তাই ঘরে ঢোকার আগেই নতুন বাড়িতে স্ত্রীকে নিয়ে এসে উঠেছেন ভুবন বাদ্যকর। জানান, ঝড়-বৃষ্টির দিনে প্রয়োজনে তার দাদা-বৌদিও এই পাকা বাড়িতে এসেই থাকবেন। এখনও তারা একটাই পরিবার, সবাইকে সঙ্গে নিয়েই সাফল্যের স্বাদ পেতে চান ভুবন বাদ্যকর। নেটিজেনরা এই বাড়ির ঝলক দেখেই বলছেন, ‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’।

আগামীতে আরও কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। তাকে জানানো হয়েছে, চলতি মাসের ১৫-১৬ তারিখে গানগুলো রিলিজ করা হবে। এছাড়া যে খবর ছড়িয়েছে, তিনি রেলে চাকরি পেয়েছেন, রানু মণ্ডলের সঙ্গে গান গেয়েছেন সেসবই ভুয়া বলে জানিয়েছেন ভুবন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ