দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া ‘বিতর্কিত ব্যক্তি’ মো. আমির হামজার পুরুস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে ঘোষণা করেছিল সরকার। এরপর সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনা উঠে। তার পুরস্কার বাতিলের মাধ্যমে এবার ব্যক্তি পর্যায়ে স্বাধীনতা পুরস্কার ৯টিতে দাঁড়াল।
সরকারের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, বিষয়টি নিয়ে ব্যপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালেও সাহিত্যে স্বাধীনতা পুরস্কার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সেটি বাতিল করেছিল সরকার।