শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জ হাসপাতালে টেন্ডার ছিনতাই, আটক ৪

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম ও খাবারের টেন্ডার (দরপত্র) জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে কাগজপত্র ছিনতাই করে নিয়ে যান সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন। বুধবার সকালে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানা গেছে, এদিন সুনামগঞ্জ সদর হাসপাতালে এমএসআর (যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধপত্র) ইত্যাদি কেনার জন্য দুই কোটি টাকার কাজের দরপত্রের শিডিউল জমা দেওয়ার দিন ধার্য ছিল।

সকাল ৮.৫০ মিনিট ও ৯.৪৫ মিনিটে এক ঘণ্টার ব্যবধানে দুইটি টেন্ডার ছিনতাই হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ চারজনকে আটক করা হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আনিসুর রহমান বলেন, টেন্ডার জমা দেয়া আগে অন্য দুই পক্ষের টেন্ডার ছিনতাই হয়। আমরা আগামী বছর থেকে আশা করছি যে, অনলাইনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করব। কাকে আটক করা হয়েছে তা আমরা জানি না।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন জানান, হাসপাতালের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ