স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানদের অংশগ্রহণে রোববার থেকে শুরু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও গ্রাউন্ড-২’এ হবে এবারের এই টুর্নামেন্ট।
মূলত বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) এর ৪ টি দলই খেলবে এই টুর্নামেন্টে, তবে ৫০ ওভারের ফরম্যাটে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিসিবি আয়োজন করছে ইন্ডিপেন্ডেন্স কাপ ২০২১-২২ এর।
টুর্নামেন্ট শুরুর আগের দিন অংশগ্রহণকারী ৪ দলই পোঁছেছে সিলেটে। শুক্র ও শনিবার অনুশীলন সেরেছে দলগুলো। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও গ্রাউন্ড-২’এ হবে দুই ম্যাচ। প্রত্যেক ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড চূড়ান্তভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শনিবার সিলেটে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। সেরেছেন অনুশীলনও। রোববার নিজেদের প্রথম ম্যাচে সাকিব মাঠে নামবেন, এই তথ্য নিশ্চিত করেছে তার দল।