স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নেই তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোক্রান্ত হন এই তারকা পেসার। যে কারণে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে।
টেস্ট দল থেকে তাসকিন বাদ পড়লেও ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও সিলেটের পেসার রেজাউর রহমান। রেজাউর ঘরোয়া ক্রিকেটে গত দুই-তিন বছর ধরেই ধারাবাহিক পারফরম করে যাচ্ছেন। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির আশপাশে বল করেন ২২ বছর বয়সী তরুণ এ পেসার।
প্রথম টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।