সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাত্তাই পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা হেরে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

এনিয়ে টানা ৮ ম্যাচ পরাজয় দেখল টাইগাররা। বিশ্বকাপের মূল পর্বে ৫ ম্যাচে অংশ নিয়ে শূন্য হাতে আরব আমিরাত থেকে দেশে ফেরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২৭/৭ রান করে ৪ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১০৮/৭ রান করে ৮ উইকেটে পরাজয় দেখে টাইগাররা। সোমবার তৃতীয় ম্যাচে ১২৪/৭ রান করে মাহমুদউল্লাহ রিয়াদরা হেরে যায় ৫ উইকেটে।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় পায় পাাকিস্তান।

খেলা শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, রানের জন্য দুই দলের ব্যাটসম্যানরাই লড়াই করেছে। আমার মনে হয় আমাদের মোহাম্মদ নাঈম শেখ ভালো ব্যাটিং করেছে। তাছাড়া তাসকিনের ফেরাটাও প্রশংসার যোগ্য। হাতে চোট পাওয়ার পরও সে ফিরেছে। শেষ ওভারেও আমরা চেষ্টা করেছি। কিন্তু হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ