মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

রংপুরের চেয়ে ১২১ রানে পিছিয়ে সিলেট

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫১ বার

স্পোর্টস ডেস্কঃ সিলেটকে মাত্র ১১৩ রানে থামিয়ে আকাশে উড়ছিল রংপুর। রোববার প্রথম দিন শেষে রংপুরের স্কোর ছিল বিনা উইকেটে ৮২ রান। ওপেনার মাইশুকুর ৪৬ আর জাহিদ জাভেদ ২৯ রানে ছিলেন অপরাজিত।

পুরো ১০ উইকেট হাতে রেখে ৩১ রানে পিছিয়ে থাকা রংপুরের সামনে ছিল বড়সড় লিড নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু সে অর্থে খুব বড় লিড পায়নি রংপুর। বিনা উইকেটে ৮২ থেকে আর মাত্র ১৮৪ রান যোগ করে খুইয়ে ফেলেছে বাকি ১০ উইকেট।

সিলেটের দুই পেসার খালেদ আহমেদ (২/৬০) ও রেজাউর রহমান রাজার (২/৪৪) সঙ্গে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়র (৩/৭৯) আর তরুণ অফস্পিনার শাহনুর রহমানের (৩/৪০) সাঁড়াশি বোলিংয়ে ২৬৬ রানে শেষ হয় রংপুরের প্রথম ইনিংস।

ওপেনার মাইশুকুর সর্বোচ্চ ৭২ রান করেন। তার ওপেনিং পার্টনার জাহেদ জাভেদ ৩৪, আরিফুল হক ২৮, তানবির হায়দার ২৫, উইকেটরক্ষক ধীমান ঘোষ ৩৬ ও সোহরাওয়ার্দী শুভ ২১ রান করেন।

১৮৪ রানে পিছিয়ে পাল্টা ব্যাটিংয়ে নেমে আজ দিন শেষে সিলেট করেছে ১ উইকেটে ৩২ রান। ওপেনার সায়েম আলম ২ রানে আউট হয়েছে। অপর ওপেনার শাহনাজ ২ আর তিন নম্বরে নামা অমিত হাসান ২৮ রানে অপরাজিত রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ