মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

‘শুধু আইপিএল নয়, বিদেশি লিগও খেলতে হবে’

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৬২ বার

স্পোর্টস ডেস্কঃ ভারতের ম্যাচ দেখতে যেন বেশিই পছন্দ করেন মাইকেল ভন। তাই বলেই কি না ভারতের খেলার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব থাকেন সাবেক ইংলিশ অধিনায়ক।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অন্যরকম টোটকা দিয়েছেন ভন। সাধারণত নিজ দেশের খেলোয়াড়দের অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এটি বিসিসিআইয়ের ভুল সিদ্ধান্ত বলেই মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। টুইটারে তিনি লিখেছেন, ‘ভারতীয় খেলোয়াড়দের শুধু আইপিএল খেললেই হবে না। অভিজ্ঞতা বাড়ানোর জন্য অন্যান্য বিদেশি লিগগুলোও খেলা উচিত।’

বরাবরের মতো ফেবারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হতাশাজনক পারফরম্যানসের পর এখন ভারতের সেমিফাইনালে যাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এর পেছনের কারণে ইঙ্গিত করে সাবেক ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘সত্যি বলতে তাদের পাইপলাইন অনেক সমৃদ্ধশালী। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তাদের পারফরম্যানসে ভাটা পড়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেটার প্রমাণ পাওয়া গেছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ