শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

নামাজে তাশাহুদ পড়ার সময় আঙুলের ইশারা কখন করবেন?

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার

অনলাইন ডেস্কঃ প্রশ্ন: নামাজে তাশাহুদ পড়ার সময় শাহাদাত বা তর্জনী আঙুল দ্বারা কখন ইশারা করবে?

উত্তর: নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহিদের সাক্ষ্য দেয়, তখন তার আঙুলও এই সাক্ষ্য দেবে। এ জন্য আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন ‘আশহাদু আল্লা… ইলাহা’ পর্যন্ত পৌঁছবে, তখন বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোল ভিত্ত বানাবে এবং শাহাদত আঙুল দ্বারা ইশারা করবে।

আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদত আঙুল নিচু করবে। তবে অন্য আঙুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে।

উল্লেখ্য, বৃদ্ধাঙ্গুলির নিকটতম আঙুলকে শাহাদত আঙুল বলা হয়। ইশারা শেষ করে আঙুল আর নাড়াচড়া করবে না।

তথ্যসূত্র: সহিহ মুসলিম হাদিস নং-১৩৩৬-১৩৩৭ সহিহ ইবনে হিব্বান-৫/২৭০, সুনানে নাসায়ী কুবরা, হাদিস নং-১১৯৩, সুনানে আবু দাউদ, হাদিস নং-৯৮৯, মুসনাদে আবী আওয়ানা, হাদিস নং-১৫৯৪

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ