স্পোর্টস ডেস্কঃ খবরটা ছড়িয়ে পড়েছিল আগেই- শোহাইব মাকসুদ চোটের কারণে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছেন, তার জায়গায় ঢুকতে যাচ্ছেন শোয়েব মালিক।
অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। পিঠের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাকিস্তান দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শোহাইব মাকসুদের। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ শোয়েব মালিককে।
পাকিস্তান দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শোহাইবের ছিটকে পড়া দুঃখজনক। কেননা সে এই টুর্নামেন্টে খেলার জন্য কঠোর পরিশ্রম করছিল। ভালো ফর্মেও ছিল। তার জন্য আমাদের সমবেদনা। কিন্তু ইনজুরি খেলারই অংশ। আমি নিশ্চিত সে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে খুব দ্রুতই ফিরবে।’
৩৯ বছর বয়সী শোয়েব মালিকের অন্তর্ভূক্তি প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা শোয়েব মালিককে দলে আনার সিদ্ধান্ত নিয়েছি। শোয়েবের অভিজ্ঞতা পুরো দলের জন্য উপকারি হবে।’
এ নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মালিক। ২০০৭, ২০০৯ বিশ্বকাপের পর ২০১২, ২০১৪ এবং ২০১৬তেও খেলেছেন। মাঝখানে কেবল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাইরে ছিলেন।
পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড়
খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।