বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

আ.লীগের নামে রোজগারকারীদের তাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে রোজগার করতে আসে, তাদের দল থেকে তাড়াতে হবে। ইউনিয়ন নির্বাচনের আগে এরা মনোনয়ন বিক্রি করে, এই ব্যবসায়ীদের দলে রাখা যাবে না।’

রোববার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণে আয়োজিত শোকসভায় মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমিরণ সরকার সেন মার্কটের সামনের চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন।

দিরাই-শাল্লার মানুষকে উদ্দেশ করে  তিনি বলেন, ‘দিরাই-শাল্লার মানুষ অনেক সচেতন, দিরাই-শাল্লা থেকেই আওয়ামী লীগের সংস্কার শুরু হোক, আমরা পরিষ্কার রাজনীতি চাই, স্বচ্চ রাজনীতি চাই।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা দুনিয়ার মতো বাঙালি জাতিকে নিয়ে এগুতে চাই আমরা। সেজন্য চাই উন্নয়ন। শেখ হাসিনার হাত ধরে সেই উন্নয়ন পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। ১৮ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ এসেছে। পদ্মাসেতু হচ্ছে। পানির নিচ দিয়ে টানেল হচ্ছে। ’

দলের মধ্যে যারা সুযোগ সন্ধানী তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কাজের সময় এক থাকতে হবে, তবে যেসব নেতা সুযোগ সন্ধানী তাদের পরিষ্কার করতে হবে। কিছু নেতা ব্যবসা করবার জন্য রাজনীতি করে, তাদের চিহিৃত করতে হবে, তারা দুর্বৃত্ত, দল থেকে এদের বের করে দিতে হবে।’

তিনি আরো বলেন, সুনামগঞ্জে রেল আসবে, বিমানবন্দর হবে।  রেললাইন আমার কিংবা কোনো এমপি সাহেবের হুকুমে হবে না। যেদিকে মানুষের বসবাস, সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যেদিকে বলবে, সেদিকেই রেললাইন যাবে।

উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সঞ্চালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীমসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ