রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

বিশ্বকাপের পরই বাংলাদেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই পাকিস্তানকে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। আগামী নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে খেলতে আসবে বাবর আজমের দল। যে সফরে তিনটি টি-টোয়েন্টি এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলবে তারা।

আজ (মঙ্গলবার) এ সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালের এশিয়া কাপের পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছে আনপ্রেডিক্টেবলরা।

সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির, ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম চলে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। সেটি শেষ করে আবার ঢাকা। ৪ ডিসেম্বর থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেলের।

একনজরে পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি

১৯ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
২০ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
২২ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম

২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট, ভেন্যু-জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ