স্পোর্টস ডেস্কঃ পারলো না বসুন্ধরা কিংস। এএফসি কাপের নকআউটপর্বে উঠে নিজেদের ইতিহাসকে আরো সমৃদ্ধ করা হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত বাঁচামরার লড়াইয়ে বসুন্ধরা কিংস ১-১ গোলে মোহনবাগানের বিপক্ষে ড্র করে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে।
আন্তঃজোনাল সেমিফাইনালে উঠতে হলে কিংসের প্রয়োজন ছিল জয়। ২৮ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ দর্শনীয় এক গোল করে জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন বাংলদেশের ফুটবলামোদীদের। কিন্তু গোলটা ধরে রাখতে পারেনি তারা।
বিজ্ঞাপন
৬২ মিনিটে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস গোল করে ম্যাচে সমতা আনেন। ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে উঠে যায় ভারতীয় ক্লাবটি।
প্রথমার্ধের শেষ দিকে লালকার্ড দেখেন বসুন্ধরা কিংসের সুশান্ত ত্রিপুরা। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বাংলাদেশের ক্লাবটিকে। মোহনবাগান পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত সফল দল হিসেবে গ্রুপ মিশন শেষ করে।