রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবি: ১১ লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৭০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে একজন পুরুষ ও ছয় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার রাতে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ‌এ নিয়ে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত এবং ১১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত সময় পানিতে থেকে মরদেহগুলো বিকৃত হয়ে গেছে। মরদেহগুলো আনার পর শনাক্তের চেষ্টা করা হবে।

গত ১৩ আগস্ট রাত সাড়ে ১০টায় কাঠের নৌকায় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৩০-৪০ জন রোহিঙ্গা। পরে ভাসানচর থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ