স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য দুই কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাঙ্গালী জাতির বীর সন্তান হলেন আমাদের মুক্তিযোদ্ধারা। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সুখ দু:খে মিশে আছে। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে সকল সব ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ পরিচালক ফরিদুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভিডাব্লিউডির কর্মকর্তা মমিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।