দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া, মইয়া, পিংলার হাওরসহ নদী-নালা ও খাল-বিলে বেড়জাল বসিয়ে চলছে অবাধে মা ও পোনা মাছ নিধন। শুধু তাই নয়, একটি স্বার্থান্বেষী মহল সরকার থেকে লিজ নেয়ার নাম করে নিরীহ মৎস্যজীবিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের আশরাফুল রহমান, বাঘময়না গ্রামের কথিত জামায়াত নেতা আবুল হোসেন ও সাবেক ইউপি সদস্য ইছরাক মেম্বারসহ কয়েকজন এই অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে- বর্ষার পানিতে এখন উপজেলার নদ-নদী ও খাল-বিল টইটুম্বুর। কিন্তু বর্ষার পানি আসার সাথে সাথে মৎস্যভাণ্ডার খ্যাত এই হাওরগুলোতে শুরু হয়েছে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের মহোৎসব। নিষিদ্ধ কারেন্ট জাল, বাদাই জাল, খৈলশুনি মশারি জালসহ নানা উপকরণ দিয়ে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন।
এর অংশ হিসেবে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মইয়া হাওরের স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে বসানো হয়েছে সরকার নিষিদ্ধ অন্তত ২০টি বেড়জাল। যেখানে বেড়জাল বসিয়ে এলাকার একটি স্বার্থান্বেষী মহল সরকার থেকে লিজ নেয়ার নাম করে নিরীহ মৎস্যজীবিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
তাদেরকে টাকা দিয়ে বেড়জাল বসানো মৎস্যজীবী অনেকেই সাংবাদিকদের জানান, ‘পোনামাছ নিধন আইনত অপরাধ এতো কিছু আমরা জানি না। আমাদের কিছু হবে না। আমরা বেড়জাল প্রতি ২০ হাজার টাকা করে দিয়েছি।’
নবীগঞ্জ উপজেলার মৎস্যজীবী আব্দুর রহিম বলেন- ‘বেড়জাল বসানোর কারণে নারিকেলতলা গ্রামের আশরাফুলকে আমি ২০ হাজার টাকা দিয়েছি। আমি মাছ মারবো। কিছু বলার থাকলে আপনি (আশরাফ) কে বলেন।’
নবীগঞ্জ থানার আইনগাঁও গ্রামের মহি উদ্দিন বলেন- ‘আমার বেড়জালটি বাঘময়না গ্রামের ইছরাক মেম্বার বসিয়েছেন। উনার সাথে কথা বলেন।’
একই উপজেলার দুলন মিয়ার অভিযোগ এলাকার একদল প্রভাবশালীর বিরুদ্ধে। তিনি বলেন- ‘আমরা ২০ হাজার টাকা করে বেড়জাল বসিয়েছি। আমরা মাছ ধরবো।’
অভিযুক্ত আশরাফুল রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান- ‘আমি একা বসাইনি। বাঘময়না গ্রামের আবুল হোসেন (জামায়াত নেতা) সহ অনেকেই আছেন। আপনারা এত খোঁজেন কেন, কে পয়সা খায় না।’ ইউএনও অফিসের এক সহকারীসহ আরো কয়েকজন এর সাথে জড়িত বলে তিনি জানান।
আরেক অভিযুক্ত ইছরাক আলীর মেম্বারের সাথে আলাপ হলে তিনি বলেন- ‘আমার বেড়জাল জোড় গাছের পশ্চিমদিকে। আমাদের লিজের জায়গায় বসিয়েছি। লিজের জায়গায় মাছ ধরা কোন অপরাধ নয়।’
এদিকে উপজেলার হাট-বাজার ঘুরে দেখা গেছে- অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চুপ জগন্নাথপুর মৎস্য বিভাগ। তাদের নাকের ডগায় প্রকাশ্যে মা ও পোনামাছ বিভিন্ন পদ্ধতিতে নিধন হলেও তারা নীরব ভূমিকা পালন করছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসার আক্তারুজ্জামান বলেন- ‘আমি শুনেছি, বেড়জাল নিষিদ্ধ। এ বিষয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করবো এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আর এই অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
জেলা মৎস্য কর্মকর্তা সুলিল মন্ডল জানান, ‘আমি এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলবো। তিনি যাতে ব্যবস্থা গ্রহণ করেন।’