মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

ইসরাইলির বিপক্ষে খেলতে না চাওয়া সেই মুসলিম খেলোয়াড়কে শাস্তি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৭০ বার

স্পোর্টস ডেস্কঃ ইসরাইলের অ্যাথলেটের বিপক্ষে খেলায় অংশ না নেওয়ায় আলজেরিয়ার মুসলিম খেলোয়াড় কেথি নুরিনকে শাস্তি দেওয়া হয়েছে।

আলজেরিয়ান এই অ্যাথলেটের ৭৩ কেজি ওজনশ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল। কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে। পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরাইলের তোহার বাটবাল।

কিন্তু তিনি চান না ইসরাইলির বিপক্ষে খেলায় অংশ নিতে। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন নুরিন। মূলত ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের নির্যাতনের প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন নুরিন।

এমন সিদ্ধান্ত নেওয়ার পর নুরিন এবং তার কোচ আমের বিন ইয়াকলিফকে অলিম্পিক থেকে প্রত্যাহার করে পাঠানো হয়েছে দেশে।

শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) এক বিবৃতিতে জানায়, নুরিন যা করেছে, আমাদের দর্শনের পুরো বিপরীত সেটি। আইজেএফ সব সময় কড়া বৈষম্যহীন নীতি মেনে চলে। জুডোর মূল্যবোধের মাধ্যমে সংহতি বাড়ানোই মূল লক্ষ্য। এই খেলার অন্যতম মূল ভিত্তি হলো বন্ধুত্ব ও সম্মানবোধ।

এর আগে আলজেরিয়ান এক গণমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে নুরিন বলেন, অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর চেয়ে অনেক বড়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ