মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

‘শেষ ম্যাচটা আমরা ফাইনাল হিসেবেই খেলব’

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৭৬ বার

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৫৩ রানের টার্গেট তাড়ায় ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ, সিরিজ জয় নিশ্চিত করতে নেমে দ্বিতীয় ম্যাচে ১৬৭ রানের টার্গেট তাড়ায় হেরে যায় ২৩ রানে।

এখন সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ‘ফাইনালে’ পরিণত হয়েছে। শেষ ম্যাচে যারা নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে তারা সিরিজ জিতবে।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে।

অঘোষিত এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, যেহেতু একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।

ওয়ানডে সিরিজ শেষে হাঁটুর চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝ পথেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান।

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরও বলেন, আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং, দুই দিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। আমি মনে করি, আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন, সব জায়গাগুলিই আমরা পূর্ণ করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ