স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার বারবাডোজের কিংসটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।
ম্যাচ শুরুর ঠিক কয়েক মিনিট আগে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের সাপোর্ট স্টাফের একজনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে।
এমন খবরে স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সংশ্লিষ্ট সবাইকে দ্রুত টিম হোটেলে নিয়ে আইসোলেশনে রাখা হয়।
পরে দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল, টিভি ক্রুসহ ১৫২ জনের করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে যে জটিলতা ছিল তা কেটে গেছে।
স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। আর তৃতীয় ওয়ানডে ম্যাচটি শনিবারের পরিবর্তে হবে সোমবার।
তবে টস নতুন করে আবার হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। আইসিসির পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।