মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

ইনজুরি নিয়েই ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তামিম

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৭২ বার

স্পোর্টস ডেস্কঃ ইনজুরি নিয়েই সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাসেনি তার। শেষ ম্যাচে দুর্দান্ত খেলছেন।

তেন্ডাই চাতারার ফুল লেংথ বলে সজোরে ড্রাইভ করেন তামিম। ফিল্ডারের ভুলে বল চলে গেল বাউন্ডারিতে।

এরই সঙ্গে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটি পূরণ করলেন এ ড্যাশিং ওপেনার।

মাত্র ৮৭ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেঞ্চুরি এটি তার। আর দেশের বাইরে সপ্তম। আর অধিনায়ক হিসেবে ১৫ ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন তামিম।

তা ছাড়া ক্যারিয়ারের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিও এটি। আগেরটি সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন ৯৪ বলে। মিরপুর শেরেবালায় ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সেদিন।

এদিকে জিম্বাবুয়ে সিরিজটাই চোট নিয়ে খেলছেন তামিম। পুরোনো হাঁটুর চোট এতোটা জেগে উঠেছে যে, দুই মাসের জন্য বিশ্রামে যেতে হচ্ছে তাকে। আজকের এই ম্যাচ শেষেই দেশে ফিরবেন তামিম।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঠে সিরিজে দর্শক হয়েই থাকতে হবে তামিমকে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তামিমের বিষয়ে ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, ‘ওয়ানডে শেষে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে তামিমও দেশে ফিরে আসবে। ওকে ৬ থেকে  সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসক। সে হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারছে না ও। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে ফিরতে পারে তামিম।’

এদিকে জিম্বাবুয়ের ২৯৮ রানের তাড়ায়  মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দুর্বার গতিতে ছুটছেন তামিম।

এ প্রতিবেদন লেখার সময় ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০৪ রান। তামিম ব্যাট করছেন ১১০ রানে। মিঠুন ৩০ বল খেলে ১৫ রানে অপরাজিত।

জয় পেতে ১৬ ওভারে আরও ৯৫ রান প্রয়োজন বাংলাদেশের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ