সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে নামার আগে জিম্বাবুয়ে দলে বড় দুঃসংবাদ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৬৩ বার

স্পোর্টস ডেস্কঃ হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে আর ২৪ ঘণ্টাও নেই জিম্বাবুয়ে দলের। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি দুই সেরা তারকা অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

এ দুই ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট একাদশ সাজানো হয়েছে বলে জানিয়েছেন জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন।

করোনায় আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় উইলিয়ামস ও আরভিন আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

ডার্লিংটন বলেন,‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনই এখন সেলফ আইসোলেশনে আছেন। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর।’

বিষয়টি দলটির জন্য বড় দুঃসংবাদই বটে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলটির মিডলঅর্ডার ব্যাটসম্যান টেলরকে দেখা গেছে।

বেশ কিছু দিন ধরে ফর্মে নেই টেলর। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১৮ রান।

তবে আরভিন ছিলেন বাংলাদেশের বিপক্ষে অন্যতম ব্যাটিং অস্ত্র। সবশেষ টেস্টে টাইগারদের বিপক্ষে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

ইনজুরির কারণে আফগানিস্তান ও পাকিস্তান সিরিজে দল থেকে ছিটকে গিয়েছিলেন। এবার পুরোপুরি ফিট হয়ে দলে ফিরলেও অসতর্কতার কারণে এক ভুলে খেলার সুযোগ পাচ্ছেন না এই অভিজ্ঞ ক্রিকেটার।

টেস্ট সিরিজ শেষে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সময় শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন দলে যোগ দিতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ