বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেক রিপাবলিককে হারিয়ে সেমিতে ডেনমার্ক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৬৫ বার

স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউটে এক একটা ম্যাচ উত্তেজনার একেক রং ছড়াচ্ছে। বাকু অলিম্পিক স্টেডিয়ামে চেক রিপাবলিক আর ডেনমার্কের লড়াইয়েও তার ব্যত্যয় হলো না।

হাড্ডাহাড্ডি এক ম্যাচ উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। যে ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ হাসি হাসল ডেনমার্ক। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ড্যানিশরা।

প্রথমার্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। যদিও ডেনমার্কের আক্রমণগুলো ছিল বেশি গোছানো। ফল পেতে সময় লাগেনি একদম।

৫ মিনিটের মাথায় ডানদিক থেকে নেয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে বল বক্সের মাঝ বরাবর পেয়ে নিচু হেডে ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি (১-০)।

১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন ডেলানি। কিন্তু ডানদিক থেকে লারসেনের ক্রস বাইরে দিয়ে মেরে দেন ড্যানিশ মিডফিল্ডার।

২২ মিনিটে নিজেদের বিপদ ডাকতে যাচ্ছিলেন ডেনমার্ক গোলরক্ষক কেসপার স্মাইকেল। তার পাস সরাসরি চলে গিয়েছিল প্রতিপক্ষের মেসোপাস্টের কাছে। মেসোপাস্ট দূরের পোস্টে বল দেন হলসকে। হলসের একদম কাছে থেকে নেয়া শট এবার অবশ্য দারুণভাবে বাঁচিয়ে দেন স্মাইকেলই।

jagonews

৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস বক্সের মধ্যে মার্টিন বে্রথওয়েট মাথা লাগাতে না পারলেও তার ডানপাশে ডলবার্গ পা ধরে দিয়ে ঠিকই জালে জড়িয়ে দেন (২-০)।

দুই মিনিটের মাথায় আরেকটি আক্রমণ ডেনমার্কের। ডানদিকে ডেলানির একা নিয়ে যাওয়া বল থেকে জোরালো শট কোনোমতে আটকে দেন চেক গোলরক্ষক টমাস ভাচলিক।

চেক রিপাবলিক বেশ কয়েকটি কর্নার পেয়েছে। সুযোগও তৈরি করেছিল। কিন্তু ডেনমার্কের রক্ষণ সে সব সামলে নেয়। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ড্যানিশরা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়।
ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।

আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে এরপরও। যার মধ্যে চেক রিপাবলিকই অনেকটা এগিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো তাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ