মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

‘ঈদুল আজহা উপলক্ষ্যে’ সয়াবিন তেলের দাম লিটারপ্রতি কমছে ৪ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৭৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে সয়াবিন তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাঝে কয়েক দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এবার ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি লিটারে ৪ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানানো হয়।

ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে সংগঠনটি জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি এবং ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।

৪ টাকা কমার পর এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। খোলা কিনলে দাম পড়বে ১২৫ টাকা।

এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ