রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

মিয়ানমার থেকে নদী সাঁতরে আরও ২ হাতি বাংলাদেশে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৪৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে আরও দুটি হাতি বাংলাদেশে এসেছে।

রোববার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন প্যারাবনে হাতি দুটি আশ্রয় নেয়।

এ নিয়ে দুদিনে চারটি হাতি বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার বিকালে টেকনাফ সদরের জালিয়াপাড়াসংলগ্ন পয়েন্টে দুটি হাতি নাফ নদ সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিল।

আশিক আহমেদ বলেন, বিকালে মিয়ানমার থেকে সাঁতরে এসে দুটি বড় আকারের হাতি এপারে প্যারাবনে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বন বিভাগের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হাতিগুলোকে প্যারাবনে ছোটাছুটি করতে দেখা যায়।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পাশাপাশি দলছুট হয়ে সাঁতরে নাফ নদের এপারে আসতে পারে। হাতি দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে শনিবার উদ্ধার হওয়া হাতি দুটিকে টেকনাফের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ