স্পোর্টস ডেস্কঃ শুরুতেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা। তাতে অবশ্য হাল ছাড়েনি কলম্বিয়া। লড়াই অব্যাহত রেখে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে সমর্থ হয়েছে তারা।
২০২২ সালের কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার ভোরে নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হয় কলম্বিয়া। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র হয়।
খেলার প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেসের গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে জয় হাতছাড়া হয় তাদের।
প্রায় দুই বছর ও টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর চলতি বাছাইয়ে তৃতীয় ম্যাচে পয়েন্ট হারালো আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হেরেছে দলটি।