দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামীতে থাকছে কি না- এ বিষয়ে আরও কিছু দিন ভেবেচিন্তে সিদ্ধান্ত দেবেন।
মন্ত্রী বলেন, এর পক্ষে-বিপক্ষে নানা ধরনের অভিমত রয়েছে। কেউ বলছেন, এ সুযোগ থাকা উচিত নয়; আবার কেউ বলছেন, সুযোগ রাখা উচিত। তাই এ মুহূর্তে কিছু বলছি না। আরও কিছু দিন ভেবেচিন্তে সিদ্ধান্ত দেব।
শুক্রবার বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সংসদে গেল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। রীতি অনুযায়ী, অর্থমন্ত্রী শুক্রবার প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত ছিলেন।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে সব তথ্য আসেনি। অপ্রদর্শিত অর্থ মূল ধারায় ফিরিয়ে আনার যে সুযোগ (বিদায়ী বাজেটে) আমরা দিয়েছিলাম, সেই সুযোগ কত জন নিল, সে সম্পর্কে আমার কাছে শতভাগ তথ্য এসে পৌঁছায়নি।
উল্লেখ্য, কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছিল চলতি ২০২০-২১ অর্থবছরে, সেই সুযোগের বিষয়ে গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সেই সুযোগ আর থাকছে কি না, সে সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে কিছুই বলেননি।
চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম দশ মাসে প্রায় ১৪ হাজার ৪৫৯ কোটি কালো টাকা সাদা করার রেকর্ড হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত কালো টাকা সাদা করার সুযোগ থাকবে।