রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

পানিতে গুলে খাওয়া করোনার ওষুধ অনুমোদন দিল ভারত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৮৩ বার

অনলাইন ডেস্কঃ  ভারতে করোনার প্রতিষেধক হিসেবে পাউডার জাতীয় একটি ওষুধ প্রয়োগের ছাড়পত্র পেয়েছে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই জরুরি ভিত্তিতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্ভাবিত ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ নামে পাউডার জাতীয় ওষুধটি পানিতে মিশিয়ে খেতে হবে বলে জানা গেছে।

পিটিআইয়ের খবরে বলা হয়, গত বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ওষুধটি প্রয়োগ করা হয় ১১০ জন রোগীর শরীরে। তৃতীয় পর্যায়ে দেশের বিভিন্ন অংশে মোট ১১টি হাসপাতালে ওই পরীক্ষা চালানো হয়।

দেখা গেছে, করোনা আক্রান্ত রোগীরা ওই ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন। যাদের অক্সিজেনের প্রয়োজন, তাদের ক্ষেত্রেও তা কাজে দিচ্ছে। এই ওষুধ প্রয়োগের পর অধিকাংশ কোভিড রোগীর আরটি–পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডিআরডিও এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিয়েড সায়েন্সেসে ল্যাব এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই ‘ওষুধ’ তৈরি করেছে। এটি পাউডার হিসেবে পাওয়া যাবে । খেতে হবে পানিতে মিশিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ