রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

সীমান্তে কিরগিজস্তান-তাজিকিস্তান সংঘর্ষে নিহত বেড়ে ৩১

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ১৭৫ বার

অনলাইন ডেস্কঃ সীমান্তে ভূমি ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশের সীমান্তরক্ষীরা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই সীমান্তে ভারী গুলিবর্ষণ করে। কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং দেশটির সেনাসদস্যদের সরিয়ে আনা হয়।

বিবিসি বলছে, এক পক্ষ সেনা সরিয়ে আনতে সম্মত হলেও সেখানে গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার কিরগিজস্তানের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নবিষয়ক ফার্স্ট ডেপুটি মিনিস্টার আলিজা সলটনবেকোভা জানান, এ সংঘর্ষে দেশটির ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। হতাহত ব্যক্তিরা সেনাসদস্য, নাকি বেসামরিক লোকজন, তা জানানো হয়নি। তবে তাজিকিস্তানের হতাহতের খবর জানানো হয়নি।

তাজিকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে তাদের ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯০ জন।

সীমান্তে এমন পরিস্থিতিতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সদর জাপারোপ তার সমকক্ষ তাজিকিস্তানের এমোমালি রাখমনকে টেলিফোন করেন। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের নেতাই সম্মতি দিয়েছেন। দুই দেশের প্রধানের মধ্যে মে মাসের মাঝামাঝি বৈঠক হওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা পাওয়া প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ