স্পোর্টস ডেস্কঃ পাল্লেকেলেতে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে শ্রীলংকা।
দিন শেষে শ্রীলংকার একমাত্র সাফল্য অধিনায়ক করুণারত্নের উইকেট। আর শ্রীলংকার সাফল্য দুটি সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনারই।
মাত্র ১ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করল স্বাগতিকরা। এ সংগ্রহে ১১৮ রান করুণারত্নের।
ওপেনিংয়ে ২০৯ রানের জুটি গড়েন করুণারত্নে ও থিরিমান্নে।
অভিষিক্ত শরিফুল ইসলামের বলে করুণারত্ন আউট হলে থিরিমান্নের সঙ্গী হন ওশাধা ফার্নান্দো।
৯০ ওভার শেষে থিরিমান্নে দাঁড়িয়ে ১৩১ রানে। ২৫৩ বল মোকাবিলা করে ১৪ বাউন্ডারিতে এই রান সংগ্রহ করেছেন। যা তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
আগামীকাল নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর ছোঁয়ার মিশনের নামবেন থিরিমান্নে। টেস্টে তার এক ইনিংসে সর্বোচ্চ স্কোর ১৫৫ রান (নট আউট)।
অন্যপ্রান্তে হাফসেঞ্চুরির পথে ফার্নান্দো। ৯৮ বলে সিঙ্গেলস নিয়েই ৪০ রান জমিয়ে ফেলেছেন। বাউন্ডারি মেরেছেন মাত্র ৪টি।
এদিকে বাংলাদেশের পক্ষে একমাত্র সফল ৯৮তম টেস্টক্যাপ পাওয়া বোলার শরিফুল।
মাত্র ২৮ রানে জীবন পাওয়া করুণারত্নকে ১১৮ রানে থামালেন তিনি। সাদা জার্সির আন্তর্জাতিক ক্যারিয়ার শ্রীলংকার অধিনায়কের উইকেট দিয়ে শুরু করলেন পঞ্চগড়ের শরিফুল।
ইনিংসের ৬৪তম ওভারে শরিফুলের প্রথম বলটি ছিল অফ স্ট্যাম্পের হালকা বাইরে।
করুনারত্নে চেষ্টা করেছিলেন অফসাইডে স্কয়ার কাট করবেন। কিন্তু ব্যার্থ হলেন। বল ব্যাটের কানায় ছোঁয়া লেগে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষকের গ্লাভসে।
যদিও করুণারত্নের উইকেটটি পেতে পারতেন তাসকিন। তাহলে গল্পটা অন্যভাবেও লেখা হতে পারত।
এর জন্য নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন অধিনায়ক মুমিনুল হক।
দ্বিতীয় টেস্টেও শুরু থেকেই দুর্দান্ত বল করছিলেন পেসার তাসকিন আহমেদ।
২০তম ওভারে তার শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
হাতে বল পেয়েও ক্যাচ ধরে রাখতে পারেননি শান্ত। স্লিপ ফিল্ডারদের জন্য কঠিন কোনো ক্যাচ ছিল না তা। ক্রিকেটীয় ভাষায় দ্বিতীয় জীবন পান করুনারত্নে। এক বল পরই দলীয় ৫০ রান ছাড়ায় শ্রীলংকা।
দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের সমীহ করেই খেলছিলেন লংকান ব্যাটসম্যানরা। কিপটে বোলিং করে যাচ্ছিলেন। রানরেট ৩ এর নিচে ছিল।
তবে মধ্যাহ্নভোজ বিরতির পর খেলতে নেমে ওভারপ্রতি প্রায় চারগড়ে ৩১ ওভারে ১২২ রান তুলেছে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে টানা তিন ম্যাচে শতরান যোগ করেছেন করুনারাত্নে ও থিরিমান্নে।
দিনের ৯০ ওভার খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২৯১ রান, ১ উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৯১/১ (৯০ ওভার)
থিরিমান্নে ১৩১*, করুনারত্নে ১১৮, ফার্নান্দো ৪০*
শরিফুল ৫১/১