বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

মোস্তাফিজের রাজস্থানকে হেসেখেলে হারাল মুম্বাই

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৭৯ বার

স্পোর্টস ডেস্কঃ দিল্লিতে আইপিএলের ২৪তম ম্যাচে আজ মুখেমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস।

আর অনেকটা হেসেখলেই মোস্তাফিজের রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই । এ নিয়ে চতুর্থ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে এটি রাজস্থানের চতুর্থ পরাজয়।

টসে জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুব্বাই।

রাহুল চাহার- ট্রেন্ড বোল্টদের মোকাবিলা করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে রাজস্থান।

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে।  ২৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ওপেনার ইংলিশ তারকা জস বাটলার করেন ৩২ বলে ৪১। আরেক ওপেনার যশস্বী জাইসওয়াল ২০ বলে ৩২ রান করেন।

দুই ওপেনারকেই সাজঘরে পাঠান লেগব্রেক গুগলি বোলার রাহুল চাহার। অধিনায়ক স্যামসনকে ফেরান কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

বুমরার বলে ৩৫ রানে শিভম দুবে ফিরলে ১৭১ রান জমা করতে পারে রাজস্থান।

জবাবে ১৭২ রানের তাড়ায় শুরুতে একটু দেখেশুনে খেলছিল মুম্বাই। চতুর্থ ওভারে বল হাতে নিয়ে প্রথম দুই বলেই চার ও ছক্কা হজম করেন মোস্তাফিজ।

এরপর অবশ্য দারুণ প্রত্যাবর্তন করেছেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহত ক্রুনাল পান্ডিয়ার ৩৯ রানে থামিয়ে দেন মোস্তাফিজ। ২৬ বলের মোকাবেলায় ৩৯ রান করেন মোস্তাফিজের বলে বোল্ড হন তিনি।

অধিনায়ক রোহিত শর্মা আজও আজ বড় ইনিংস খেলতে পারেননি। ১৭ বলে ১৪ রানে থেমে যায় তার ব্যাট। ক্রিস মরিসের বলে সাকারিয়ার হাতে ক্যাচ তুলে দেন মুম্বাইয়ের অধিনায়ক।

তবে মুম্বাইয়ের জয়ে আজ কাণ্ডারী প্রোটিয়া তারকার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দলের সর্বোচ্চ সংগ্রাহক তিনি। ৫০ বলে  বাউন্ডারি আর ২ ছক্কার মারে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।

ডি ককের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে মুম্বাই জয় পায় ৯ বল হাতে রেখেই।

অবশ্য ডি কককে দুর্দান্তভাবে সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব (১৬), পাণ্ডিয়া (৩৯) ও সবশেষে কাইরন পোলার্ড (১৬) রান।

স্লগ ওভারে দলের হাল ধরা মুস্তাফিজ ৩.৩ ওভার বল করে খরচ করেন ৩৭ রান। ক্রিস মরিস ৩৩ রানের খরচায় নেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : মুম্বাই ইন্ডিয়ান্স

রাজস্থান রয়্যালস : ১৭১/৪ (২০ ওভার)
সাঞ্জু ৪২, বাটলার ৪১
রাহুল ৩৩/২, বুমরাহ ১৫/১

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৭২/৩ (১৮.৩ ওভার)
ডি কক ৭০*, ক্রুনাল ৩৯
মরিস ৩৩/২, মুস্তাফিজ ৩৭/১

ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৭ উইকেটে জয়ী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ