দোয়ারায় অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণে এলাকায় উত্তেজনা
এম এ মোতালিব ভুঁইয়া ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে এলাকাবাসীর বাঁধা,এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের নদীর পাড়ে দেখার হাওর ফসল রক্ষা বাঁধের ২৮/১ এর ১০ লাখ টাকা ব্যায়ে বাঁধের কাজ নিয়ে দন্ধ। গত বোধবার (১৪ ফেব্রুয়ারি) হাজারীগাঁও ,ধনপুর, গনারগাঁও , মান্নারগাঁও গ্রামবাসী একটি লিখিত অভিযোগ দায়ের করেছের জেলা প্রশাসক বরাবরে।
অভিযোগের ভিত্তিতে জানাযায় বেড়ীবাঁধটি দেয়া হলে এলাকার আমন ধানের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্ঠিহয়ে ফসলি জমি নষ্ঠহবার আসঙ্কা রয়েছে শতভাগ। বাধটি এলাকাবাসীর জন্য একটি অভিসাপে পরিণত হবে। এই বাঁধের কোন প্রয়োজন নাই বলে উল্যেখ করেন এলাকাবাসী।
একদিকে নদী ভাঙ্গনে বিলিন হচ্ছে এলাকার অনেকের সহায় সম্ভল ফসলী জমি। আর অন্যদিকে প্রয়োজন ছাড়াই এই বাঁধটি স্থাপন করা হলে নদীর পাড়ে যাদের অবশিষ্ঠ জমিটুকু রয়েছে সেটুকুই বাঁধের নিচে চলে যাবে। এলাকাবাসীর নদীর পাড়ে বাধ না দিয়ে কালার পয়েন্ট হতে নদীর পাড়ের ট্রলারঘাট পর্যন্ত বাঁধটি দেখার হাওরের বোরো ফসলের রক্ষার জন্য কার্যকরি। যে বাঁধটি দেখার হাওরের বোর ফসল রক্ষার জন্য দেয়ার কথা সেই বাঁধটি ইতি মধ্যে পিআইও অফিসের কর্মসিজনের প্রজেক্টের মাধ্যমে মহিলা ইউপি সদস্যা মাটির কাজ করছেন।
হাজারীগাঁও গ্রামের বাসিন্দা মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা সুলতানা দিপু মনি বলেন, আমার মাধ্যমে কাজ করা হচ্ছে কালার পয়েন্ট থেকে নদীর পাড় পর্যন্ত। যে কাজ করা হচ্ছে সেটাই দেখার হাওরের বাঁধের কাজ হয়। এখানে নদীর পাড়ে আলাদা কোন বাঁধের প্রয়োজন পরেনা। নদীর পাড়ে বাঁধ দেয়া হলে জলাবদ্ধতা সৃষ্ঠিহয়ে আমন ফসল করা যাবেনা এই এলাকায় পানি নিষ্কাসনের জন্য কোন প্রকার ব্যবস্থা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজী মহুয়া মমতাজ বলেন,এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।