সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

সুনামগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৬২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই বিজিবির সদস্য প্রতিটি নির্বাচনী এলাকার উপজেলা সদরে পৌছে গেছেন।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম মঙ্গলবার বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বললেন, প্রতিটি প্লাটুনে ২০ থেকে ২৫ জন করে বিজিবির সদস্য রয়েছে।
তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই জেলার সব কয়টি নির্বাচনী এলাকায় প্রাথমিক পর্যায়ে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন।
সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলা সদরে ২ প্লাটুন বিজিবির সদস্য সকালেই পৌছেন।, এছাড়া জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সদর , বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সদরেও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ