মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

‌কোনো দেশকে হামলা করার ইচ্ছা ইরানের নেই: রুহানি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২০৪ বার

অনলাইন ডেস্কঃ  কোনো দেশকে হামলা বা দখল করার ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এক ভার্চুয়াল ভাষণে এ কথা বলেন তিনি।

ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে। ইরান একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এ ছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে; ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।

প্রতিরক্ষা বিভাগের প্রসংশা করে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের আকাশপথ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।

প্রতিবেশীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে।

এ সময় বিশ্বে সামরিক শক্তিতে তেহরান ১৪তম বলেও জানান ইরানি প্রেসিডেন্ট।
সূত্র: ইরনা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ