এ সময় সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ সামসু উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, স্বাস্থ্য সহকারী মোঃ মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ জুবেল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী জানান, প্রথম দিনে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৬শত করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮শত টিকা প্রদান করা হবে।