রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

৯ জুয়াড়ি গ্রেফতার:৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩০ বার

স্টাফ রিপোর্টার::

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর এলাকায় তাবু টাঙ্গিয়ে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। আটকৃত প্রত্যেককে দন্ডবিধি আইনে ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারী) রাত ১২ টায় শিমুলবাক ইউনিয়নের ধনপুর এলাকায় জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই মো. মামুন মিয়া সহ ফোর্সের সহায়তায় মেলার নামে তাবু টাঙ্গিয়ে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়ীকে আটক করেন জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।

আটককৃতরা হলো-জামালগঞ্জ উপজেলার সুজাতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান(২০), সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আকবর আলী(৪০), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে দিনাজ মিয়া(৩০),একই গ্রামের মহর উদ্দিনের ছেলে সেলিম মিয়া(২৫), একই উপজেলার চানপুর গ্রামের নুর ইসলামের পুত্র আব্দুন নুর(৪৫), জামালগঞ্জ থানার নায়হাটি গ্রামের শওকত আলীর ছেলে জুবায়ের আহমদ, একই উপজেলার মল্লিকপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম((২৫), একই গ্রামের মৃত জহর আলীর ছেলে কালাই মিয়া(৪০), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তলেরবন্দ গ্রামের মৃত সমুজ আলীর ছেলে সিকন্দর আলী(৬৫)কে আটক করা হয়।

পরে আটককৃতদেরকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহের নিকট হাজির করা হলে জুয়াড়ীদের টাতার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাতেই তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়াড়ীদেরকে জুয়া আইনে ৫ দিনের কারাদ- প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ