মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

৭ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ সুনামগঞ্জে দেয়া হবে করোনার টিকা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৯ বার

স্টাফ রিপোর্টার::

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতেও টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে।

আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ সুনামগঞ্জের নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে শুরু হচ্ছে কভিড ১৯ এর এ টিকাদান কার্যক্রম।

টিকার নেয়ার জন্য www. surokkha. gov.bd এই ওয়েব সাইটে গিয়ে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও সঠিক মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। প্রদানকৃত মোবাইল নাম্বারে টিকা গ্রহণের তারিখ এসএমএস এর মাধ্যমে যাবে,নির্ধারিত তারিখে টিকাকার্ড ও জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসতে হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এবং করোনা ভাইরাস ভ‍্যাকসিন প্রদান বিষয়ক উপজেলা কমিটির সদস‍্য সচিব ডা:জসিম উদ্দিন শরীফি বলেন, আপাতত সকল ফ্রন্টলাইনার তথা সরকারি ও বেসরকারী স্বাস্থ্য প্রদানকারী,সকল সরকারি চাকুরীজীবি, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, জনপ্রতিনিধিগণ, ব‍্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং ৫৫ বছরের বেশী বয়সী সকল নাগরিকগণ নিবন্ধন করে টিকা নিতে পারবেন। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ