বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

৭৩ বছরের ভালোবাসার সংসার শেষ করে দিল সর্বনাশা করোনা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ২২১ বার

অনলাইন ডেস্কঃ  
দুজন এক ছাদের নিচে বাস করছেন দীর্ঘ ৭৩ বছর।একজনকে ছাড়া অন্যজনের বেঁচে থাকা ভাবাই যেত না।বয়স বাড়লেও এতটুকু কমেনি তাদের প্রেম।
সেই বন্ধন মুহূর্তেই শেষ করে দিল সর্বনাশা করোনা ব্যাধী।আর তাইতো মৃত্যুর আগে দুজন দুজনকে বলে গেলেন ভালোবাসি। খবর সিএনএনের।
মহামারি কোভিড-১৯ কেড়ে নি্ল এই দুই প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এইদম্পতি। হাতে হাত রেখে তাদের মৃত্যুর আগে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।
মারা যাওয়া দম্পতিদের একজন মেরি কেপলার ও তার স্বামী উইলফোর্ড। মেরির মৃত্যুর ৬ ঘণ্টা আগেই উইলফোর্ড বেশি অসুস্থ হয়ে পড়েন।
এরপর পরিবারের অনুরোধে তাদের এক ঘরে রাখা হয়। মৃত্যুর পূর্বে এভাবেই তারা শয্যাশায়ী হয়ে শেষ ঘণ্টা একসঙ্গে কাটান। উইসকনসিনেরমিলওয়াকির ফ্রয়েডের্ট হাসপাতালে শনিবার এই দম্পতির মৃত্যু হয়।
তাদের নাতনি নাটালি লামেকা বলেন, ‘সৃষ্টিকর্তাও বোধ হয় চাননি তারা একে অপরকে রেখে বেঁচে থাকুক। এজন্যই বোধ হয় তাঁরা একসঙ্গেমারা গেলেন। মৃত্যুর আগে তারা একে অন্যের হাত ধরে ভালোবাসি কথাটি অন্তত বলতে পেরেছেন, এটাই আমাদের সান্ত্বনা।’

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ