শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

৬৪ লাখ টাকার ঘড়ি চুরি করে ধরা পড়লেন ফুটবলার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৩১ বার

স্পোর্টস ডেস্কঃ  
১৬ সেপ্টেম্বর অনুশীলন করে ফিরে এসে হতাশায় ভেঙে পড়েছিলেন ক্যাসপার ডলবার্গ। নিসের এই ডেনিশ স্ট্রাইকারের লকারে রাখা শখের ঘড়িটা চুরি হয়ে গেছে অনুশীলনের সময়। ৭০ হাজার ইউরোর (৬৪ লাখ ৬৯ হাজার টাকা) ঘড়ি হারিয়ে মুষড়ে পড়েছিলেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। চুরির দশম দিনে এসে আজ জানা গেল, এক সতীর্থই নাকি এ কাজ করেছেন।
নিসের একডেমির দুই উজ্জ্বল তারকার একজন ল্যামিন দিয়াবি-ফাদিগা। গত এক দশকের সবচেয়ে প্রতিভাবান স্ট্রাইকার ভাবা হচ্ছে তাঁকে। ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত খেলা ১৮ বছরের এই স্ট্রাইকারই নাকি চুরি করেছেন ডলবার্গের ঘড়িটি। লেকিপ জানিয়েছে এ ঘটনায় দিয়াবির চুক্তি বাতিল করার সিদ্ধান্তও নিতে পারে নিস।
নিসে জন্ম নেওয়া দিয়াবি দলটির দ্বিতীয় দলের খেলোয়াড়। তবে মূল ক্লাবের পক্ষে এর মাঝেই ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু নতুন এ ঘটনায় তাঁর ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে গেছে। নিস আপাতত শুনানি ডেকেছে এ ঘটনায়। দিয়াবিকে স্বীকারোক্তি দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে স্বীকারোক্তি দিলেও চুক্তি বাতিলের সম্ভাবনাই বেশি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ঘড়ি হারানোর পর অনুশীলনে ফাঁকি দিয়েছিলেন ডলবার্গ। ঘড়ি খুঁজে না পেলে দিজঁর বিপক্ষে না নামার কথাও বলেছিলেন। কিন্তু ক্লাব সভাপতি এমন ব্যাপারে খুব একটা মাথা ঘামাতে রাজি হননি। কোচও তাঁকে মাঠে নামানোর ব্যাপারে অনড় ছিলেন। পরে বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন ডলবার্গ। সাবেক আয়াক্স খেলোয়াড়ের অভিযোগে পুলিশ তদন্তে নেমেই দিয়াবির সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ