দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে হাবিবুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে হাবিবুরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৩৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নবী হোসেন সরকারের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। অভিযুক্ত হুমায়ুন কবির (৩২) একই গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং তিনি পেশায় শ্রমিক।
শ্রীপুর থানা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, কিছুদিন আগে হাবিবুর রহমানের কাছ থেকে হুমায়ুন কবির ৫শ টাকা ধার নেয়। বিকেলে হুমায়ুন কবিরের সঙ্গে ওই পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হুমায়ুন ইট দিয়ে হাবিবুর রহমানের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভালুকায় পৌঁছালে তার মৃত্যু হয়। এখন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।