ছায়াদ হোসেন সবুজ:: মহান স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাঁই হয়নি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের নাম। প্রকৃত এই বীর মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্তি ও গেজেটে প্রকাশ করার জন্য পরিবারের পক্ষথেকে নানা দৌড়ঝাপ করেও তালিকাভুক্তি করে গেজেট প্রকাশ হয় নি।
অনুসন্ধান সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টর কনান্ডার এনামুল হকের নেতৃত্বে উপজেলার সদরপুর ব্রীজ ভাঙ্গা, উজানীগাও, আহসানমারায় সম্মুখে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের যুদ্ধসঙ্গী আরশ আলী, মরম আলীকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। আব্দুল জব্বার ভাটিপাড়া গেরিলা যুদ্ধ সহ অসংখ্য স্থানেসম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যুদ্ধকালীন সময়ে বালাটে অবস্থান করে যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিবাহিনীর লোকদের পাঠানোর দায়িত্বও পালন করেছিলেন সঠিকভাবে। অনুসন্ধানে আরও জানা যায়, বালাট থেকে দেশে আসার পর আব্দুল জব্বারের বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করার কারণে স্থানীয় রাজাকারদের সহায়তায় তার বাড়ি ঘর পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী। যুদ্ধের আগে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার শিক্ষকতা, পুলিশ ইন্সপেক্টর ও ইউপি সদস্য ও সহ দেশের সেবামূলক অনেক কাজের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করা হলেও সেখানে ঠাঁই হয়নি এই প্রকৃত ত্যাগী মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বারের নাম।
মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে হাজী আবুল হোসেন সেলিম জানান, অনেক দৌড়ঝাপ করেও দীর্ঘ ৪৮ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় ঠাই হয়নি আমার বাবার। অথচ এই দেশে অনেক ভূয়া মুক্তিযোদ্ধা সরকারের নানা ফায়দা লোঠছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই দ্রুত যেন আমার বাবার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তি সহ গেজেটে প্রকাশ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাধিক বীর মুক্তিযোদ্ধারা জানান, মরহুম আব্দুল জব্বার সাহেব প্রকৃত মুক্তিযুদ্ধা। তিনি যুদ্ধকালীন সময়ে আমাদের মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনেক অনুপ্রেরণার যুগিয়েছিলেন। এমনকি বিভিন্ন জায়গায় আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। উনার নাম মুক্তিযোদ্ধা তালিকায় প্রকাশ না হওয়ার কষ্ট লাগছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান জানান, আব্দুল জব্বার সাহেব একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। উনার নাম এখনো গেজেটে প্রকাশ না হওয়ায় খুব খারাপ লাগছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সাহেবের নাম যেন তালিকা অন্তর্ভুক্ত করে গেজেটে প্রকাশ করা হয়।