স্পোর্টস ডেস্কঃ করোনা বিরতির পর মাঠে নেমে সাতশ গোলের অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
মেসি বন্দনায় মুখর ফুটবলপ্রেমীরা।
চির প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি তবে কোনো রেকর্ডে নাম লেখাবেন না?
করোনা বিরতির পর মাঠে নেমে তিনিও দুর্দান্ত খেলছেন। তার নিপুণ ছন্দে সিরি আ লিগে শিরোপা জেতার পথেই রয়েছে জুভেন্টাস।
শেষ ম্যাচে জেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
মঙ্গলবারের এই জয়ের কীর্তিতে কাণ্ডারী সিআরসেভেনই। দিবালা, কস্তার সঙ্গে তিনিও স্কোরার।
আর্জেন্টাইন ফরোয়ার্ড জালের ঠিকানা খুঁজে পাওয়ার ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো।
মিরালেম পিয়ানিচের কাছ থেকে বল পেয়ে কিছুটা এগিয়ে যান তিনি। ২৫ গজ দূর থেকে তার বুলেট গতির শট খুঁজে নেয় ঠিকানা। দিবালার মতো টানা তিন ম্যাচে গোল পেলেন রোনাল্ডোও।
আসরে এটি তার ২৪তম গোল। আর সেই হিসাবেই রেকর্ড বুকে নাম লেখাতে চলেছেন রোনাল্ডো।
আর মাত্র একটি গোল করলেই জুভেন্টাসের হয়ে যে রেকর্ড বুকে প্রবেশ করেবেন পর্তুগিজ তারকা সেটি হলো – এক মৌসুমে ২৫ গোলের কীর্তি।
১৯৬০-৬১ মৌসুমে জুভেন্টাসের হয়ে এ কীর্তিটি গড়েছিলেন ওমার সিভোরি। সে হিসাবে ৪০ বছর পর ওমার সিভোরির রেকর্ডটির পুনরাবৃত্তি করতে যাচ্ছেন রোনাল্ডো। আর এক গোল দূরে আছেন মাত্র।
ভক্ত-অনুরাগীরা এখন শুধু তা দেখার অপেক্ষায়।
মঙ্গলবারের জয় নিয়ে ২৯ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।