স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহিনা আক্তার ৪র্থ বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৯ অর্থ বছরে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় থাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, শাহিনা আক্তার ২০১৯ অর্থ বছরে সফলতার সাথে ৬০ টি নরমাল ডেলিভারি করেছেন। প্রসব পূর্ব সেবা দিয়েছেন ১৫০০ জনকে। এবং দীর্ঘমেয়াদী সেবা দিয়েছেন ১৯ জনকে।
শাহিনা আক্তার বলেন,আল্লাহর অশেষ রহমতে ৪র্থ বারের মত শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছি। সবসময়ই মানুষকে গুনগত সেবা দিয়ে আসছি। আগামীতেও আমার এই সেবার মান অব্যাহত থাকবে৷ আমি সবার কাছে দোয়া প্রত্যাশী।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার বলেন, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যই শাহিনাকে শ্রেষ্ঠ পরিদর্শিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি আশাবাদী শাহিনা তার এই দক্ষতা ও গুনগত স্বাস্থ্য সেবা সবসময় অব্যাহত রাখবে।