স্পোর্টস ডেস্কঃ
লড়াইটা সবার। যে যেভাবে পারেন, এই লড়াইয়ে জিততে এগিয়ে আসতে হবে। সম্প্রতি এমনই এক আহবান দেশের মানুষের প্রতি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও লোকসভার এমপি গৌতম গম্ভীর।
ভারতের সাবেক ওপেনার অবশ্য হঠাৎ করেই এমন আহবান জানাননি। আগে নিজে সাহায্যের হাত বাড়িয়েছেন, তারপর অন্যদের প্রতি আহবান জানিয়েছেন। সম্প্রতি নিজের দুই বছরের বেতন ভারতের প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন গম্ভীর। করোনার বিরুদ্ধে লড়াই জয়ের উদ্যোগ এটাই প্রথম নয় ভারতের সাবেক ওপেনারের। এর আগে তিনি এমপি লোকাল এরিয়া স্কিম ফান্ডে দিয়েছেন এক কোটি রুপি। এ ছাড়া আরেকটি ফান্ডে দিয়েছেন নিজের এক মাসের বেতন।
এমন দান যিনি করে যাচ্ছেন, তিনি তো অন্যদের কাছে এগিয়ে আসার আহবান জানাতেই পারেন। ৩৮ বছর বয়সী ভারতের সাবেক ওপেনার নিজের টুইটারে লিখেছেন, ‘মানুষ জিজ্ঞেস করে দেশ তাদের জন্য কী করছে? আমি বলি, আসল প্রশ্ন হচ্ছে—তুমি তোমার দেশের জন্য কী করছ? পিএমকেয়ারস ফান্ডে আমি আমার দুই বছরের বেতন দান করছি। আপনাদেরও এগিয়ে আসা উচিত।’