বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

২৭ বছর ধরে স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন তিনি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৩৭২ বার

অনলাইন ডেস্ক::
সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আব্দুস সালাম ওরফে গড়ই মিয়া (৬৫) প্রায় ২৭ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। ছেলের খোঁজ পেতে বৃদ্ধ মা পাঁচ বিঘা জমি বিক্রি করে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ধর্ণা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন ব্যক্তির কাছে। তবুও সন্ধান পাননি নিজ সন্তান সালামের। ছেলে হারানোর বেদনা নিয়ে মারা যান মা। আত্মীয়-স্বজনের ধারণা ছিল- হয়তো কেউ সালামকে মেরে ফেলেছে বা কোনো দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু হঠাৎ গতকাল শুক্রবার আব্দুস সালাম গড়ই মিয়া নিজ বাড়িতে ফিরেছেন। তার ফিরে আসায় আনন্দে উদ্বেলিত স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাড়িতে ফিরে আব্দুস সালাম জানিয়েছেন, তিনি শরীয়তপুর জেলার পদ্মা সেতু সংলগ্ন দক্ষিণ তীর এলাকায় ছিলেন। সেখানে সবজি বিক্রি ও কাজকর্ম করে এতদিন তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন।
এদিকে সালামের ফেরার খবরে এলাকার লোকজন তাকে এক নজর দেখতে বাড়িতে এসে ভিড় জমান। তবে এলাকার কাউকেই তিনি চিনতে পারছেন না। এ বিষয়ে খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন আহমদ জানান, সালামের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাড়িতে ফিরে তিনি বড় মেয়ে ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ