দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ২০২৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষের কাজ যন্ত্র কেড়ে নেবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। অবশ্য একই সময়ে রোবটিক্স ও যন্ত্র তৈরির শিল্পে ৯ কোটি ৭০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানিয়েছে ডব্লিউইএফ।
যদিও এটি উল্লেখ করার মতো কোনো বিষয় নয়। অটোমেশনের কারণে সব কিছুতে এত বেশি পরিবর্তন আসবে যে, কিছু কিছু পেশা একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। রোবটিক্স ও অটোমেশনের অস্বাভাবিক উন্নতির কারণে এমনটি হবে।