স্পোর্টস ডেস্কঃ
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ঢাকা পর্ব শেষে দ্বিতীয় পর্বের বাকি ম্যাচ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল সোমবার বিকেল ৪টায় চট্রগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা। এরপর বিকেল পাঁচটায় চট্টগ্রামে পৌঁছায় সাকিবরা।
দলের সাথে গেছেন টাইগারদের পরবর্তী দুটি টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া নতুন তিন মুখ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত। তারা ছাড়াও সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠিত দুই পারফরমার রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। অপরদিকে শেষ দুই ম্যাচ থেকে বাদ পড়লেন সৌম্য সরকার, স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান, পেসার আরাফাত মিশু ও আবু হায়দার রনি।
ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে চট্টগ্রাম পর্বে পরবর্তী দুটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে আগামী বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ ম্যাচটিকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।